শিক্ষার্থীদের আচরণবিধি:
১) পরম করুণাময় আল্লাহ তা’আলা সৃষ্টিকর্তাকে স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে। স্ব স্ব ধর্মের বিধান মেনে চলবে।
২) মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধা করবে এবং সালাম দিবে।
৩) সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যায়কে ঘৃণা এবং প্রতিহত করতে চেষ্টা করবে।
৪) অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে। জীবনে সফলতার জন্য আল্লাহ-তায়ালার উপর ভরসা করবে ও তাঁর সাহায্য চাইবে।
৫) স্কুল নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিয়মিত স্কুলে আসবে। স্কুল নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কোনো অবস্থাতেই শ্রেণিকক্ষ এবং পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
৬) জাতীয় সংগীত, শপথ বাক্য ও মুসলমান শিক্ষার্থীরা সূরা ফাতিহা (বাংলা অর্থসহ) এবং অন্য ধর্মের শিক্ষার্থীরা তাদের পবিত্র ধর্মগ্রন্থ (নির্দেশিত অংশ) শুদ্ধ উচ্চারণে মুখস্থ করবে।
৭) বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খেলার কোনো সরঞ্জাম নিয়ে আসবে না।
৮) মাথার চুল অবশ্যই (ছাত্ররা) ছোট রাখবে, হাতে নখ বড় রাখা যাবে না। ছাত্রীদের ক্ষেত্রে, তারা তাদের চুল বেণী করবে অথবা হিজাব পরিধান করতে পারবে। কিন্তু তারা কোন অবস্থাতেই সাজ-সজ্জা করতে পারবে না বা কোনো অলঙ্কারও পরিধান করতে পারবে না।
৯) ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বে স্কুলে আসবে, যথারীতি ‘সমাবেশে’ যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
১০) শ্রেণির ঘণ্টা বাজার পর ৫ মিনিটের মধ্যে যদি কোনো শিক্ষক/শিক্ষিকা শ্রেণিকক্ষে না আসেন, তাহলে ‘শ্রেণি মনিটর’ প্রতিষ্ঠান প্রধান/অধ্যক্ষকে অবশ্যই জানাবে।
১১) স্কুল চলাকালীন টিফিন পিরিয়ড ব্যতীত কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে কোথাও অনুমতি ছাড়া যেতে পারবে না।
১২) স্কুল আরম্ভ হওয়ার পূর্বে এবং স্কুল ছুটি হওয়ার পরে স্কুল-প্রাঙ্গনের কোথাও শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে না।
১৩) শ্রেণিকক্ষের ময়লা-আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র জায়গায় না ফেলে ক্লাসে সংরক্ষিত ঝুড়িতে ফেলবে। মনে রেখো, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ও ভদ্রতা রুচির পরিচায়ক।
১৪) লাঞ্চ পিরিয়ডে মুসলিম শিক্ষার্থীরা জোহরের নামাজ আদায় করবে।
১৫) টিফিনের পর বেল বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
১৬) স্কুলের সম্পদ কেউ নষ্ট করলে উচ্চহারে জরিমানা আদায় করা হবে।
১৭) খেলাধুলা এবং বিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানের শান্তি-শৃঙ্খলা-একতা বজায় রেখে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করবে।
১৮) কোনো শিক্ষার্থী স্কুল পালালে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।
১৯) নিয়মিত পড়া শিখে স্কুলে আসবে এবং বাড়ির কাজ করে আনবে।
২০) শ্রেণিতে পাঠদান করার সময় মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। কোনো পাঠ ভালভাবে বুঝতে না পারলে আবার বুঝিয়ে দিতে শিক্ষককে অনুরোধ করবে।
২১) প্রতি পিরিয়ডে শিক্ষকগণ যে পাঠদান করবেন, তা সংক্ষেপে ‘ডায়েরি’তে লিপিবদ্ধ করবে। কোনো বইয়ের পড়া বুঝতে না পারলে শিক্ষকদের সাহায্য গ্রহণ করবে। বইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।
২২) পরীক্ষার হলে নকল করা, কথা-বার্তা বলা, বই-পত্র বা লেখা কোনো কাগজ সঙ্গে আনা নিষেধ। এসব করলে তাকে বহিষ্কার করা হবে।
২৩) ছুটির ঘণ্টা বাজার পর শ্রেণিকক্ষের লাইট, ফ্যান বন্ধ করে সকল শিক্ষার্থী শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে নিঃশব্দে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।
২৪) স্কুলের দেয়ালে, দরজায়, জানালায় বা ডেস্ক-এ কোনো কিছু লিখলে কঠোর শাস্তি পেতে হবে।
২৫) শিক্ষার্থীদের একক বা কোনো যৌথ আবেদন লিখিতভাবে শ্রেণিশিক্ষক/শিক্ষিকার মাধ্যমে অধ্যক্ষের কাছে জমা দিতে হবে।
২৬) জরুরি প্রয়োজনে বিদ্যালয়ের শ্রেণিশিক্ষকের নিকট থেকে টেলিফোন/মোবাইল-এর মাধ্যমে তথ্য জানা যাবে।
২৭) কোনো অবস্থাতেই বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন-মেইন সুইচ, সুইচ, সকেট, কাট-আউট, ফ্যান, লাইট, তারÑইত্যাদি স্পর্শ করা যাবে না।
২৮) বহিরাগত কোনো বন্ধু-বান্ধবকে নিয়ে কোনো ছাত্র/ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না।
২৯) স্কুলের কোনো শিক্ষার্থী পাঠদানের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদি ব্যতীত অন্য কোনো সরঞ্জাম যেমন-মোবাইল, খেলার সরঞ্জাম, এমপি৩, এমপি৪ ইত্যাদি স্কুলে নিয়ে আসতে পারবে না।
৩০) বিনা অনুমতিতে কোনো শিক্ষার্থী স্কুল ত্যাগ করতে পারবে না।
৩১) একাধারে তিনদিনের বেশি অনুপস্থিত থাকতে হলে পূর্বেই ছুটি নিতে হবে। সকল ছুটির আবেদনপত্রে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে।
৩২) কোনো শিক্ষার্থী একই ক্লাসে দু’বার ফেল করলে সরকারি আইন অনুযায়ী সে অত্র বিদ্যালয়ে পড়ার আর কোনো সুযোগ পাবে না।
৩৩) কোনো শিক্ষার্থীর আচার-আচরণে ত্রুটি পরিলক্ষিত হলে, বিদ্যালয়ের বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে না চললে, বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রয়োজনে বিদ্যালয় থেকে টি.সি. প্রদান করা হবে।
৩৪) পরীক্ষার পর অভিভাবক দিবস (ঙঢ়বহ ঐড়ঁংব)-এ অভিভাবককে উত্তরপত্র শ্রেণিকক্ষে দেখতে হবে এবং শিক্ষকের সাথে কথা বলা যাবে। রেকর্ড যথাযথ সংরক্ষণের নিমিত্তে উত্তরপত্র বাড়িতে দেওয়া হবে না।
সম্মানিত অভিভাবক/অভিভাবিকাদের প্রতি পরামর্শ:
১) প্রতিদিন আপনার ছেলে-মেয়ে/পোষ্য বিদ্যালয় থেকে বাসায় ফেরার পর তার ডায়েরি দেখে সেদিন শ্রেণিতে শিক্ষক কোন পিরিয়ডে কী বিষয়ে পড়িয়েছেন, তা দেখে ছেলে/মেয়ের উপস্থিতি ও পাঠ্যসমূহ সম্বন্ধে নিশ্চিত হউন এবং ঐ দিনের কার্যক্রম বিবরণী পৃষ্ঠার নিচে আপনার জন্য সংরক্ষিত স্থানে মন্তব্যসহ স্বাক্ষর করুন।
২) আপনার ছেলে-মেয়ে/পোষ্য ঠিক সময়ে স্কুল ড্রেস পরে স্কুলে আসে কি না এবং ছুটির পরে বাসায় ঠিক সময়ে ফেরে কি না এবং কতক্ষণ নিয়মিত লেখাপড়া করে, তা লক্ষ্য রাখুন।
৩) সাময়িক পরীক্ষাগুলোতে আপনার ছেলে-মেয়ে/পোষ্য নিয়মিত উপস্থিত থাকছে কি না সে দিকে খেয়াল রাখুন এবং ফলাফল জানুন ও স্বাক্ষর করুন। মোট কার্যদিনের ৯৫% উপস্থিত না থাকলে যৌক্তিক কারণ দর্শানো ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।
৪) সাময়িক পরীক্ষার প্রত্যেক মার্ক ক্যাটাগরি (রচনামূলক এবং নৈর্ব্যক্তিক) বার্ষিক পরীক্ষার নম্বরের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।
৫) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৮০% লিখিত পরীক্ষা এবং ২০% ধারাবাহিক মূল্যায়ন। পরীক্ষার উভয় অংশে পৃথকভাবে ৫০% পেয়ে পাস করতে হবে।
৬) ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের সাময়িক পরীক্ষাকে ৮০ নম্বরে রূপান্তর (ঈড়হাবৎঃ) করা হবে এবং মধ্য সাময়িক পরীক্ষা ২০ নম্বর।
৭) অভিভাবকগণ ডায়েরির “শিক্ষার্থীদের আচরণ-বিধি” অবশ্যই পাঠ করবেন এবং সে অনুসারে তাকে চলতে নির্দেশ দিবেন ও সাহায্য করবেন।
৮) শিক্ষার্থীদের লেখাপড়া ও চারিত্রিক অবস্থা সম্পর্কে জানার জন্য প্রকৃত অভিভাবক অবশ্যই মাঝে মাঝে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন।
৯) শিক্ষার্থী সম্পর্কে যেকোনো বিষয়ে আলোচনার জন্য পত্র পাওয়ার পর নির্ধারিত দিনে ও সময়ে অভিভাবক শ্রেণিশিক্ষক/অধ্যক্ষের সাথে যোগাযোগ করবেন।
১০) আপনার ছেলে-মেয়ে/পোষ্য স্কুলে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির তারিখ ও কারণ উল্লেখ করে আপনাকেই দরখাস্ত করতে হবে। মনে রাখবেন, পর পর তিনদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে দরখাস্ত সহ আপনাকে অফিসে উপস্থিত হতে হবে।
১১) কোনো শিক্ষার্থী অসুস্থতার কারণে স্কুলে আসতে না পারলে অতি-সত্বর অভিভাবক নিজে একটি আবেদনপত্র চিকিৎসক সার্টিফিকেটসহ প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিবেন।
১২) কোনো শিক্ষার্থী পরীক্ষায় ফেল করলে অন্য শ্রেণিতে তার ‘প্রমোশনের’ ব্যাপারে কোনো প্রকার তদবির করা চলবে না।
১৩) যেসব অভিভাবক নিজে স্কুলে আনা-নেওয়া করেন, তারা তাদের ছেলে/মেয়েদের ঠিক সময়ে স্কুলের গেটে পৌঁছে দেবেন এবং ছুটির পরে ঠিক সময়ে নিয়ে যাবেন, বিদ্যালয়ের আঙিনায় অবস্থান করবেন না। এতে পরিবেশের ভারসাম্য ও শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়।
১৪) আপনার ছেলে-মেয়ে/পোষ্যের পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখুন, খারাপ পরিবেশ ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখার চেষ্টা করুন।
১৫) মনে রাখতে হবে, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকার সম্মিলিত প্রয়াসের ফলে শিক্ষার্থীর পাঠোন্নতি ও সুন্দর চরিত্র গঠন সম্ভব।
১৬) শিক্ষক, শিক্ষার্থীর মানস-পিতাÑএ কথা স্মরণে রেখে স্বীয় সন্তানের পাঠোন্নতি ও চরিত্র গঠনের ব্যাপারে শিক্ষকদের প্রতি স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত রাখবেন-এটাই একান্ত কাম্য।
১৭) সরকারি বিধিমালা অনুযায়ী স্কুল পরিচালিত হয়। এতে আপনার সহযোগিতা কাম্য।
১৮) সাময়িক পরীক্ষার পর নির্ধারিত অভিভাবক দিবস (ঙঢ়বহ ঐড়ঁংব)-এ শ্রেণিকক্ষে আপনার ছেলের উত্তরপত্র দেখতে পারবেন এবং প্রয়োজনে শিক্ষক/শিক্ষিকাগণের সাথে মত বিনিময় করতে পারবেন। শৃঙ্খলা ও রেকর্ড যথাযথ সংরক্ষণের স্বার্থে উত্তরপত্র বাড়িতে দেওয়া হবে না।
Student Code of Conduct:
1) Students will start all the works by remembering the Creator Allah, the Most Merciful. They will abide by the rules of their own religion.
2) They have to respect and salute (saying Salam) parents, teachers and elders.
3) Students have to think honestly, follow the right path, speak the truth, hate injustice and try to resist.
4) They have to be diligent and hardworking. Rely on Allah/Creator for success in life and seek His help.
5) Students will come to school regularly wearing school uniform. Under no circumstances they will be allowed to enter the classroom and examination hall without school uniform.
6) Students will memorize the national anthem, oaths and Muslim students will recite Surah Fatiha (with Bengali meaning) and students of other religions will recite their holy scriptures with correct pronunciation.
7) No student will bring any play equipment in the school.
8) The hair of the head must be kept short and equal (in case of boys), the nails of the hands cannot be kept large. In case of girls, they can braid their hair or wear hijab. But under no circumstances they will be able to adorn themselves or wear any ornaments.
9) Arrive at school 15 minutes before class, join the 'assembly' as usual and enter the classroom in a row from there.
10) If a teacher does not come to the classroom within 5 minutes after ringing the bell, then the 'Class Monitor' must inform the Principal.
11) No student may go outside the classroom without permission during school hours except during the tiffin period.
12) Students will not be able to play sports anywhere on the school premises before school starts and after school ends.
13) Do not throw the garbage, tiffin waste, etc. in the classroom and throw it in the basket kept in the classroom. Remember that cleanliness is a part of Iman and politeness is a sign of taste.
14) Muslim students will perform Zuhr prayer during lunch break.
15) After the tiffin or lunch break, as soon as the bell rings students have to enter the classroom immediately.
16) If anyone damages school property, high fines will be levied.
17) Students will sincerely try to make the program beautiful and successful by maintaining peace, order and unity in sports and any school program.
18) If a student escapes from school, he will have to suffer severe punishment.
19) Students will come to school after learning their taught lessons and will bring homework regularly.
20) They must listen carefully and try to understand while teaching in class. If you do not understand a lesson well, ask the teacher to explain it again.
21) The lessons that the teachers will teach in each period will be briefly recorded in the "diary". If you do not understand the lessons of any book you must ask the help from teachers & ensure proper use of the book.
22) In case of examination, it is forbidden to copy, speak and bring any book or paper with the students. If anyone does these, he/she will be expelled.
23) At the end of the school hour, the lights and fans of the classroom will be turned off and all the students will leave the classroom silently in line with the discipline.
24) Strict punishment will be given for writing anything on the wall, door, window or desk of the school.
25) Students have to submit a single or joint application in writing to the principal for leave through the class teacher.
26) In case of emergency, through telephone/mobile, the communication or information can be obtained from the class teacher of the school.
27) Under no circumstances students will touch electrical equipments of the school such as main switch, switch, socket, cut-out, fan, light, wire etc.
28) No student can enter the school with any unrecognized friend.
29) No other equipments such as mobile, play equipment, MP3, MP4 etc. can be brought in the school except the equipments related to the teaching of any student of the school.
30) No student can leave school without permission.
31) If any student is absent for more than three days at a time, he has to take leave beforehand. All leave applications must be signed by the parents.
32) If a student fails twice in the same class, according to the government law, he will not get any more opportunity to study in this school.
33) In case of any defect in the conduct of any student, the decision of the school authorities will be considered final if the rules and regulations of the school are not complied with. If it is necessary, TC will be given from the school.
34) After the examination, the answer sheet should be seen in the classroom with the guardian and talk to the teacher on the Parents’ Day (Open House). Answer sheets will not be given at home for proper preservation of records.
Advice to Respected Parents/Guardians:
1) Every day after returning home from school your child/dependant, you should look at his/her diary and exercise book, see what the teacher has taught in the class in that period & be sure about the attendance and lessons of the child and sign at the bottom of the page in the day's activity with your statement at the place reserved for you.
2) Please, make sure that your child/dependant comes to school wearing school dress on time and returns home on time after school hour and how long they study regularly.
3) Parents/guardians make sure that your child/dependant is regularly present in the Periodic/Terminal exams and try to know the results and sign. No student may be allowed to appear for the examination without showing reasonable cause if he/she is not present for 95% of the total working days.
4) The final result will be determined by combining the marks of the annual examination of each mark category (compositional and objective) of the periodical/terminal examination.
5) From class 6th to 9th 80% written test and 20% continuous assessment. Students have to pass both the exams separately by getting 50%.
6) From class 1st to 10th, the terminal examination of 100 marks will be converted to 80 marks and the midterm will be 20 marks.
7) Parents must read the "Student’s Code of Conduct" in the diary and accordingly instruct and help them to follow it.
8) The real guardian must contact the head of the institution/Principal from time to time to know about the education and character of the students.
9) Parents/guardians have to contact with the class teacher and the head of the institution/Principal to discuss any subject about the student on the specified day and time, after receiving the letter from the school.
10) If your child/dependant is absent from school, you have to apply stating the date and reason of absence. Please, remember that you have to be present personally with the application if your child/dependant is absent without permission for three consecutive days.
11) If any student is unable to come to school due to illness, the parents should submit the application form along with the doctor's certificate to the head of the institution/Principal.
12) If a student fails the exam, no lobbying should be done for his/her 'promotion' in other class.
13) Parents/guardians who pick up and drop off their children/dependants at the school will take their children/dependants to the school gate on time and pick them up on time after the school timing, do not stay in the school yard. This destroys the balance of the environment and the attention of the students.
14) Please, pay close attention to the cleanliness and health of your child/dependant & try to keep him/her away from bad environment and bad company.
15) It should be kept in mind that as a result of the combined efforts of parents and teachers, it is possible to improve the student's learning and build a beautiful character.
16) Keeping in mind that the teacher, ‘the father of the student's mind’, remembering this, parents/guardians should continue to cooperate spontaneously with the teachers in the development of their child/dependant and the formation of his/her character-this is most desirable.
17) The school is run according to government rules. So, in this matter your cooperation is desirable.
18) After the terminal examination, you will be able to see your child/dependant’s answer sheets in the classroom on the scheduled Parents' Day (Open House) and will be able to exchange views with the teachers if it is necessary. Answer sheets will not be given at home for the sake of discipline and proper preservation of records.