লিবার্টি'র স্মার্ট কার্ড

ছোট্ট বয়সের কেজি স্কুল থেকে শুরু করে একেবারে বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্তই বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, সব ঠিক আছে কিনা- এই ভেবে ভেবে অস্থির থাকেন তারা। সময়ের সাথে এগিয়ে চলা আধুনিক জীবনব্যবস্থাও যে সন্তানদের খুব একটা সুপথে নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেয়, তাও নয়। স্মার্টকার্ডধারী কোনো শিক্ষার্থী স্কুল ভবনে প্রবেশের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস যাবে অভিভাবকের কাছে। এরপর কর্ডিটি চলে যাবে ‘ক্লাস মুডে’। ক্লাস শেষে আবার সক্রিয় হবে কার্ড। স্কুল থেকে বের হবার মুহূর্তেই আবার এসএমএস যাবে বাবা-মায়ের ফোনে। সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য একরকমের নিরাপত্তারক্ষী হিসেবেই কাজ করবে এই স্মার্টকার্ড। প্রযুক্তি থেকে সন্তানদের দূরে রেখে নয়, বরং প্রযুক্তির উত্তম ব্যবহারের সাথে পরিচয় করানোর মাধ্যমেই শিক্ষার্থীদের আধুনিক সময়ের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চায় লিবার্টি। এই স্মার্টকার্ড তারই অনন্য উদাহরণ।

Emergency Number

01798866942

Contact Us

Pourashabha road, South Joypara, Dohar, Dhaka, Bangladesh